খবর পেয়ে দিনাজপুর-বোচাগঞ্জসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৪৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। আগুনে গৃহহীন হয়ে পড়েছেন দুই শতাধিক মানুষ।
দিনাজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে রুদ্রপুর গ্রামের সুশেন চন্দ্র রায়ের বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ওই গ্রামের ৪৫টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় মঙ্গলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেরাজুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষদের পার্শ্ববর্তী রুদ্র্রপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। রাতে তাদের শুকনো খাবার দেওয়া হবে। তবে এখনও বেশিরভাগ গৃহহীন মানুষ খোলা আকাশের নিচে রয়েছেন।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমজেএফ