শুক্রবার (৩ নভেম্বর) রাতে স্বজনরা এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে অভিযুক্ত চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসূতি লিপি সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের কামাল হোসেনের স্ত্রী।
নবজাতকের খালা তাসমিনা আক্তার ও চাচা ইমাম হোসেন জানান, লিপির প্রসব বেদনা উঠলে বিকেল ৩টায় পৌর শহরের নিউ মডেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই হাসপাতালের চিকিৎসক আশফাকুর রহমান মামুনের ব্যস্ততায় প্রায় ৩ ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়।
পরে ডাক্তার এসে আল্ট্রাসনোগ্রাফি না করেই অপারেশন থিয়েটারে নিয়ে সিজার করেন। ওটি থেকে বের হয়ে চিকিৎসক মামুন নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানান।
চিকিৎসকের অবহেলায়ই নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন বিক্ষুব্ধ স্বজনরা। তারা ঘণ্টাব্যাপী ওই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন।
ঘটনার পর প্রভাবশালী একটি চক্র হাসপাতালের পক্ষ নিয়ে ঘটনাটি সমঝোতা করতে রোগীর স্বজনদের চাপ প্রয়োগ করছেন বলেও জানান তারা।
এ ব্যাপারে চিকিৎসক আশফাকুর রহমান মামুন দাবি করেন, অপারেশনের আগেই নবজাতক মারা গিয়েছিলো।
বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমজেএফ