ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী প্রেসক্লাবে সদস্যপদ পেলেন ২২ সাংবাদিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
নোয়াখালী প্রেসক্লাবে সদস্যপদ পেলেন ২২ সাংবাদিক এক সাংবাদিককে সদস্য পদ দেওয়া হচ্ছে

নোয়াখালী: নোয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের ২২ সাংবাদিক নোয়াখালী প্রেসক্লাবের সদস্য পদ পেয়েছেন।

শুক্রবার (০৩ নভেম্বর) রাতে নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ কামরুল ২২ জনকে নতুন সদস্য পদ দেওয়ার খবর নিশ্চিত করেন।  

বাংলানিউজকে তিনি জানান, বর্তমান কার্যকরী কমিটির সভাপতি বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ সদস্যপদ দেওয়া হয়।

নতুন সদস্যরা হলেন, নাসির উদ্দিন বাদল (মানবজমিন) লিয়াকত আলী খান (সফলর্বাতা), মুহাম্মদ হানিফ ভূইঁয়া (নয়াদিগন্ত), গোলাম মহিউদ্দিন নসু– (সমকাল), মাসুদ পারভেজ (এনটিভি), মিজানুর রহমান (একাত্তর টিভি), তাজুল ইসলাম মানিক ভূইঁয়া (এশিয়ান টিভি), আজাদ ভূইঁয়া (ডিবিসি নিউজ), ফয়জুল ইসলাম জাহান (বাংলানিউজ২৪.কম), মাওলা সুজন (দীপ্ত টিভি), মোতাছিম বিল্লাহ সবুজ (যমুনা টিভি), মিজানুর রহমান মাসুদ (বাংলাদেশ টুডে), মুলতানুর রহমান মান্না (অবজারভার), দ্বীপ আজাদ (দিশারী), নুর রহমান (জাতীয় নিশান), জুয়েল রানা লিটন (প্রতিদিনের সংবাদ), ইকবাল হোসেন সুমন (আজকালের খবর), নাছির উদ্দিন শাহ নয়ন (আমাদের কণ্ঠ), বোরহান উদ্দিন সবুজ (করতোয়া), গোলাম কিবরিয়া রাহাত (আলোর দিগন্ত), আ স ম হোসাইন উদ্দিন (বর্তমান), মোজাম্মেল হোসেন (আমার বার্তা)।

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ার জানান, ঐতিহ্যবাহী নোয়াখালী প্রেসক্লাবের ৪৫ বছরের ইতিহাসে একসাথে ২২ সাংবাদিক নতুন সদস্য পেলো। দীর্ঘ চার দশকের পথ-পরিক্রমায় যেখানে সদস্য সংখ্যা ছিলো মাত্র ২৪। সেখানে একসাথে নতুন ২২ সদস্যের অন্তর্ভুক্তিতে প্রেসক্লাব আরও সমৃদ্ধি হবে।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।