ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভূঞাপুরে ওয়ার্ড আ’লীগের সম্পাদকসহ ৫ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
ভূঞাপুরে ওয়ার্ড আ’লীগের সম্পাদকসহ ৫ জুয়াড়ি আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়া খেলার সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জুয়াড়িকে আটক করে আদালতে পাঠিয়েছে ভূঞাপুর পুলিশ।

শনিবার (৪ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৩ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার অলোয়া ইউনিয়নের কাগমারীপাড়া থেকে তাদের আটক করে।


 
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার অলোয়া ইউনিয়নের কাগমারীপাড়া ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদুল হাসান বাবলু, কাগমারী গ্রামের রমজান, আরফান, শাহআলম ও আব্বাছ।

স্থানীয়রা জানান, আটক আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদ হত্যাকাণ্ডের পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ফরিদ হত্যার ঘটনায় হাজতে থাকা আসামিরা জামিনে বের হওয়ার পর তাকেও এলাকায় দেখা যাচ্ছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তিদের শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।