ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ির শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
খাগড়াছড়ির শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা খাগড়াছড়ির শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রধান চ্যালেঞ্জিংগুলো চিহ্নিতকরণ ও সুপারিশমালা তুলে ধরার লক্ষ্যে জেলার সুধিজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টা থেকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ অধ্যাপক ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমগীর, খাগড়াছড়ির জেলার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, খাগড়াছড়ি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্র মারমা, জাবারাং কল্যাণ সমিতিরি নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা প্রমুখ।

সভায় খাগড়াছড়ির প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলো চিহ্নিত করে সমস্যা সমাধানের সুপারিশমালা তুলে ধরা হয়। যা আগামী ২৩ ডিসেম্বর খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসবে আসা সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও দেশ বরণ্য ব্যক্তিদের মাঝে তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।