ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় সমবায় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
জাতীয় সমবায় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা জাতীয় সমবায় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর সমবায় দফতরের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকালে রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর শওকত হোসেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চাকমা, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ও জেলা সমবায় কর্মকর্তা মেহের উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বাগবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।