শনিবার (০৪ নভেম্বর) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।
রবিউল রাজশাহীর চারঘাট উপজেলার ভাদুরিয়া মধ্যপাড়া এলাকার বাজন আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম সামসুন নুর এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়াকে বিভিন্ন যানবাহন তল্লাশি কার্যক্রম চলছে। দুপুরে ঢাকাগামী নাবিলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে ২১ বোতল ফেনসিডিলসহ রবিউলকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
আরবি/