শনিবার (০৪ নভেম্বর) সকাল ১১টায় শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে শামিমা পারভীন বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, রোহিঙ্গা ইস্যুটিকে প্রধানমন্ত্রী ও দেশবাসী মানবিকভাবে দেখছেন।
শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, স্বাচিপের সভাপতি ডা. আবিদ হাসান, শামিমা পারভীনের স্বামী মেজবা উদ্দিন হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বেনজীর আহমেদ ১২ জন মেধাবী শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বৃত্তির টাকা এবং ক্রেস্ট তুলে দেন। সেই সঙ্গে ডিজিটাল হাজিরা পদ্ধতিরও উদ্বোধন করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এনটি