ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে ভুল চিকিৎসায় নববধূর মৃত্যুর অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
গুরুদাসপুরে ভুল চিকিৎসায় নববধূর মৃত্যুর অভিযোগ

নাটোর: নাটোরের গুরুদাসপুরে ভুল চিকিৎসায় তানিয়া (২০) নামে ‌এক নববধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (০৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর এলাকায় আনোয়ার হোসেন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ শনিবার (০৪ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, প্রায় আড়াই মাস আগে উপজেলার নাজিরপুর এলাকার তারাজুল ইসলামের মেয়ে তানিয়ার বিয়ে হয় একই উপজেলার মশিন্দা গ্রামের শাহিন আলমের সঙ্গে।

তারাজুল ইসলাম বাংলানিউজকে জানান, তার বাড়িতে অবস্থানকালে মঙ্গলবার ( ৩১ অক্টোবর) পেটে ব্যথা শুরু হয় তানিয়ার। এসময় তাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের চিকিৎসক আমিনুল ইসলাম সোহেল তানিয়ার এ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে অস্ত্রোপচার করেন।

শুক্রবার রাতে ব্যথা আরো বেড়ে গেলে চিকিৎসক আমিনুল ইসলাম সোহেলের ছোট ভাই ক্লিনিকের অপর চিকিৎসক আমিরুল ইসলাম সাগরের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী একটি ইনজেকশন আনিয়ে রোগীকে পুশ করেন।

এর কিছুক্ষণ পড়ে তানিয়ার মৃত্যু হয়। এ ঘটনার পর ওই চিকিৎসক গা ঢাকা দেন। ঘটনাটি ধামাচাপা দিয়ে রাতভর চলে দেন দরবার।

পরে লোকমুখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠান। তবে ঘটনার পর থেকে গা ঢাকা দেওয়া ওই চিকিৎসক আমিরুল ইসলাম সাগরকে আটক করতে পারেনি পুলিশ।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, লোকমুখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।