ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
বরিশালে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা জাতীয় সমবায় দিবস, ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘উন্নয়নমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ স্লোগানে বরিশালে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (০৪ নভেম্বর) সকালে নগরের বগুড়ারোডস্থ সমবায় অফিস থেকে একটি র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম।

পরবর্তীতে সার্কিট হাউজের ধানসিঁড়ি সভাকক্ষে বরিশাল সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি তারিক বিন ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম।  

বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনির হোসেন হাওলাদার, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. নুরুজ্জামান, বরিশাল জেলা সমবায় অফিসার মো. মিজানুর রহমান, বিআরডিবি’র উপ-পরিচালক জহিরুল হক মৃধা প্রমুখ।  

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ পাঁচ ব্যাক্তি ও সংগঠনের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।