ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবার ছোবল কুড়িগ্রামে, ১ মাসে উদ্ধার ৫ হাজার পিস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
ইয়াবার ছোবল কুড়িগ্রামে, ১ মাসে উদ্ধার ৫ হাজার পিস ইয়াবা

কুড়িগ্রাম: ইয়াবার মরণ ছোবল খুবলে খাচ্ছে সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের তরুণ ও যুব সমাজকে। অন্যান্য মাদকের চেয়ে ইয়াবা বহনে সহজ হওয়ায় দ্রুততার সাথে তা ছড়িয়ে পড়ছে শহরসহ গ্রামের প্রত্যন্ত এলাকাগুলোতেও।

এর ভয়াবহ চিত্র উঠে এসেছে কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল ইয়াবা উদ্ধারের ঘটনায়। তবে স্থানীয়রা বলছে উদ্ধারের চেয়ে কয়েক গুণ বেশী ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে পড়ছে জনপদে।

জেলা পুলিশ মরণঘাতী ইয়াবা ট্যবলেটসহ মাদক উদ্ধার চ্যালেঞ্জ হিসেবে নিলেও স্থানীয় কমিউনিটির সহযোগিতা বা তৎপরতা তেমন একটা না থাকায় মাদক নির্মূল সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

এরই ধারাবাহিকতায় গত এক মাসে (১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত) কুড়িগ্রামে বিশেষ অভিযানে ৫ হাজার ৬৮ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে ইয়াবাসহ আটক হয়েছে ৪২ জন মাদক ব্যবসায়ী এবং মাদক মামলা দায়ের হয়েছে ১৩২টি।

কুড়িগ্রাম জেলা পুলিশের দেয়া তথ্যমতে, গত এক মাসে কুড়িগ্রাম সদরে দুই হাজার ২৯৪ পিস ইয়াবাসহ ৯ জন, নাগেশ্বরীতে ৫ পিসসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১৩০ পিসসহ ৪ জন, কচাকাটায় ১৪ পিসসহ ২ জন, উলিপুরে ৫৪৭ পিসসহ ১২ জন, চিলমারীতে ৭ পিসসহ ১ জন এবং রৌমারী উপজেলায় দুই হাজার ৭১ পিস ইয়াবাসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মেহেদুল করিম বাংলানিউজকে বলেন, যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে বাঁচাতে ইয়াবাসহ মাদক উদ্ধার আমরা জিরো টলারেন্স হিসেবে নিয়েছি। মাদক উদ্ধারের পাশাপাশি এর কুফল অবহিত করে পুলিশের পক্ষ থেকে উঠোন বৈঠক ও স্কুল-কলেজে সভা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, মাদক উদ্ধারে শুধু পুলিশ বিভাগ সচেষ্ট থাকলেই হবে না, স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে স্থানীয় কমিউনিটিকে। তরুণ ও যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে বাঁচাতে জনপ্রতিনিধিসহ স্থানীয়দের মাদক নির্মূলে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
এফইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।