না.গঞ্জে জাতীয় সমবায় দিবসে র্যালি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জ: ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ৪৬তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা প্রশাসক ও সমবায় বিভাগ।
শনিবার (০৪ নভেম্বর) দুপুরে চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে নারায়ণগঞ্জের বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেন।
এরআগে জেলা প্রশাসক রাব্বি মিয়া ও জেলা সমবায় সমিতির চেয়ারম্যান আবুল কাশেম পতাকা উত্তোলন করে দিবসটির উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
ওএইচ/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।