ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতি-দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
রাষ্ট্রপতি-দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি সাক্ষাৎ

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে আগামী ০২ ডিসেম্বরের জুডিশিয়াল কনফারেন্সে তাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্য বিচারপতিরাও এ সময় উপস্থিত ছিলেন।

রোববার (০৫ নভেম্বর) বঙ্গভবনে সাক্ষাৎকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে জানান, আগামী বছরের ০২ জানুয়ারি সুপ্রিম কোর্ট দিবস পালিত হবে। তিনি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানেও রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব মো. ইমরানুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বিচার বিভাগ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। তিনি আশা প্রকাশ করেন যে, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের সকল কর্মকর্তা ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।