রোববার (৫ নভেম্বর) বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক লাবলুকে দেখতে যান তথ্যমন্ত্রী। এ সময় তিনি লাবলুর চিকিৎসার খোঁজ-খবর নেন ও রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুনসহ সাংবাদিকরা।
তথ্যমন্ত্রী বলেন, ‘আখতারুজ্জামান লাবলুর উন্নত চিকিৎসার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাকে দেশের বাইরে পাঠিয়ে সু-চিকিৎসার ব্যবস্থা করা হবে। আশা করি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন’।
এর আগে আখতারুজ্জামান লিভারজনিত সমস্যায় বেশ কয়েক দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেবিন ব্লকের ৫ তলায় ৫১৯ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।
লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহাতাবের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তবে তিনি উন্নত চিকিৎসার জন্য দিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সে (আইএলবিএস) ভর্তি করার পরামর্শ দিয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর শরীরে কিছুটা জ্বর রয়েছে। তবে এটা স্বাভাবিক বিষয়। এ ছাড়া রোগীর শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তার লিভারে হেপাটাইসিস সি ভাইরাস থাকায় নানা রকম সমস্যা দেখা দিয়েছে শরীরে। তারা আবারো বলেন, আমরা ইতোমধ্যে তার চিকিৎসা শুরু করে দিয়েছি। তবে লিভারে সি ভাইরাসের উন্নত চিকিৎসার টেকনোলজি আমাদের দেশে নেই। এ কারণে আমরা রোগীকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করছি।
এদিকে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) তাকে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তার আগে গত শুক্রবার (২৭ অক্টোবর) তাকে দেখতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এজেডএস/এএটি