রোববার (০৫ অক্টোবের) রাত ৮টার দিকে শহরের পূর্বে মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় ওই এলাকার ইউনূস মিয়ার ছেলে এবং কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় কিতাব বিভাগে পড়তেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাতে পূর্ব মেড্ডা এলাকার মাজেদ আলীর ছেলে ছিব্বাতুল্লার নেতৃত্বে কয়েকজন যুবক হৃদয়কে বাড়ি থেকে স্কুল-মসজিদের সামনে ডেকে আনে। পরে বাক-বিতণ্ডার একপর্যায়ে ছিব্বাতুল্লা ছুরি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করেন। এসময় রাহাত ও জুনায়েদ ঘটনাস্থলে এসে হৃদয়কে বাঁচানোর চেষ্টা করলে তাদেরও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। বাকী দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে কি কারণে তাদের ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরবি/