সোমবার (৬ নভেম্বর) সকালে উপজলার কবিরমামুদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী হিরা আক্তার, মৌসুমী খাতুন, সুর্বনা আক্তার এবং স্থানীয় একটি কোচিং সেন্টারের সপ্তম শ্রেণির ছাত্রী ইয়াসমিন ও পঞ্চম শ্রেণির ছাত্র নাইমুর রহমান।
স্থানীয়রা জানায়, সকালে ওই শিক্ষার্থীরা অটোরিকশাযোগে ফুলবাড়ী জছিমিয়া স্কুল কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে চালক অটারিকশার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকতারা বেগম বাংলানিউজকে বলেন, আহত পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষায় কেন্দ্রে পাঠানো হয়েছে এবং তারা পরীক্ষা দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এফইএস/এসআরএস