রোববার (৬ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনটির আয়োজন করে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন।
আয়োজক সংগঠনের সভাপতি মোসাদেক হোসেন স্বপন বলেন, বর্তমান বাজার দর অনুযায়ী দেশের শ্রমিকরা যে মজুরি পায় তা দিয়ে জীবনযাপন করা সম্ভব না। যেখানে বঞ্চিত শ্রমিকদের পরিশ্রমের ফসল হিসেবে মালিকপক্ষ কোটি কোটি টাকায় আয় করছে। কিন্তু শ্রমিকরা এর কোনো সু-ফল পাচ্ছে না। তাই শ্রমিকদের সুস্থ জীবনযাপনের জন্য আমরা জাতীয় ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানাচ্ছি।
এ সময় শ্রমিকদের অধিকার রক্ষায় বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- আন্তর্জাতিক শ্রম সংস্থার শ্রমিক অধিকার সংক্রান্ত সব কনভেনশন বাস্তবায়ন করতে হবে, ইপিজেড-এ অবস্থিত সব শিল্প প্রতিষ্ঠানের অপরাপর শ্রমকিদের অনুরুপ বৈষম্যমুক্ত ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে ও শ্রমিকদের অর্থ দাবি সংক্রান্ত মামলা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে নিষ্পত্তি করার আইন ও বিধি প্রণয়ন করতে হবে।
মোসাদেক হোসেন স্বপন বলেন, বাংলাদেশ পুলিশ সল্প মূল্যে রেশন সুবিধা পেয়ে থাকে। আমরা চাই পুলিশের মতো প্রতি শ্রমজীবী ৫ সদস্য বিশিষ্ট পরিবারের জন্য রেশন সুবিধা সরবারহ করতে হবে। এছাড়া বর্তমানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনে অনেক জটিলতায় পরতে হয়। রেজিস্ট্রেশন পাওয়ার ক্ষেত্রে বর্তমান জটিল পদ্ধতির সহজীকরন করার জন্য শ্রম মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেম হোসেন ও প্রচার প্রকাশনা সম্পাদক সামশুল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা নভেম্বর ৬, ২০১৭
এমএসি/জিপি