ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ দস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
সুন্দরবনে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ দস্যু আটক সুন্দরবনে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ দস্যু আটক

সাতক্ষীরা: সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু জোনাব বাহিনীর সদস্য শরিফুল ইসলামকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে পাইপ গান, কাটা রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীর কৈখালী খাল থেকে তাকে আটক করা হয়।  

র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোনাব বাহিনীর সদস্য শরিফুল ইসলামকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে শ্যামনগর থানায় সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।