ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীসহ দু'জনে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীসহ দু'জনে মৃত্যু

ঢাকা: রাজধানীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- অজ্ঞাত পরিচায় ব্যক্তি (৬৫)  ও আমবিয়া খাতুন (৬০)।

সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা দুটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, শাহজাহাপুর ফুটওভার ব্রিজের নিচে হেঁটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। তার নাম ঠিকানা জানান চেষ্টা চলছে।

অপদিকে একই সময় খিলগাঁও বাগিচা রেললাইনে ট্রেনের ধাক্কায় আমবিয়া খাতুন নামে এক নারীর ঘটনাস্থলে মারা যায়। তার স্বামী মৃত ডানু মিয়া। শাহজাহানপুর শান্তিবাগ এলাকায় ছেলের কাছে থাকতেন ওই নারী।  

মরদেহ দুটি কমলাপুর থানার ডোম ঘড়ে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।