সোমবার (০৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন বগুড়া জেলার সভাপতি আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, বগুড়া পৌরসভার সচিব ইমরোজ মজিব, সহকারী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ, হিসাবরক্ষক দেওয়ান আহসানুর রাশেদ, সেনেটারি ইন্সপেক্টর শাহ আলী খান, বগুড়া পৌর কর্মচারী সংসদের সভাপতি একেএম আকিল আহমেদ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ যাদব প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশের বিভিন্ন পৌরসভায় ৫ মাস থেকে ৫০ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও পৌরসভার আর্থিক দুরবস্থার কারণে অবসরকালীন পাওনাদি পাচ্ছেন না। অর্থের অভাবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করছেন। নিজেদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না।
দুর্বিসহ জীবন থেকে মুক্তির জন্য বক্তারা স্থানীয় সরকার বিভাগের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমবিএইচ/এমজেএফ