ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে মমেনা বেগম (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজলার কাশিপুর ইউনিয়নের ঘুঘুরহাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

দুই সন্তানের জননী মমেনা ওই এলাকার আনসার ও ভিডিপির সদস্য জোবায়দুল হকের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সুত্র জানায়, স্বামী জোবায়দুল ঢাকায় আনসার বাহিনীতে চাকরিরত। মেয়ে জেসমিন আক্তার ও ছেলে মোমিনুলসহ স্বামীর বাড়িতে থাকতেন মমেনা। প্রতিদিনের মতো তারা রাতের খাওয়া সেরে ঘুমাতে যায়। সকালে মোমিনুল ঘুম থেকে উঠে বাড়ির উঠানের গাছে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।  

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এফইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।