সোমবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজলার কাশিপুর ইউনিয়নের ঘুঘুরহাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দুই সন্তানের জননী মমেনা ওই এলাকার আনসার ও ভিডিপির সদস্য জোবায়দুল হকের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সুত্র জানায়, স্বামী জোবায়দুল ঢাকায় আনসার বাহিনীতে চাকরিরত। মেয়ে জেসমিন আক্তার ও ছেলে মোমিনুলসহ স্বামীর বাড়িতে থাকতেন মমেনা। প্রতিদিনের মতো তারা রাতের খাওয়া সেরে ঘুমাতে যায়। সকালে মোমিনুল ঘুম থেকে উঠে বাড়ির উঠানের গাছে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এফইএস/