সোমবার (৬ নভেম্বর) দুপুরে দিকে শহরের সাতমাথায় সংগঠনটির বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের জেলা শাখার সদস্য যুগেশ চন্দ্র সিংহের সভাপতিত্বে ও বিমল রবিদাসের পরিচলনায় এতে বক্তব্য রাখেন- ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ন্যাপ (ঐক্য) কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজুল হক দুলু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, আদিবাসী নেতা রতন বিশ্বাস ও চন্দন চক্রবর্তী প্রমুখ।
মানববন্ধনে বাগদা ফার্মের হামলার ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমবিএইচ/এসআরএস ।