সোমবার (০৬ নভেম্বর) ভোরে উপজেলা সদরের উত্তর সুতালড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ ওই গ্রামের আক্কাস আলী খানের ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুন্নুকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে এক কেজি গাঁজা ও দুটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ