ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, সকালে সোনাবাজুর এলাকায় কোনো গাড়ির ধাক্কায় আহত অবস্থায় ওই বৃদ্ধাকে দেখতে পায় স্থানীয় লোকজন।

এসময় স্থানীয়দের সহযোগিতায় গ্রাম পুলিশ এরশাদ ওই বৃদ্ধাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বাংলানিউজকে জানান, বৃদ্ধার দেহের ক্ষত দেখে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।