ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে জনতার হাতে ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
না’গঞ্জে জনতার হাতে ছিনতাইকারী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পায়ে পাড়া দিয়ে ছিনতাই করার সময় মোক্তার (৩৮) নামে এক ব্যাক্তিকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী মোক্তার শহরের বাবুরাইল এলাকার কালু মিয়ার ছেলে।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার বাংলানিউজকে বলেন, নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার আমিনপুর এলাকার হযরত আলী ঢাকা জাজিরায় যাওয়ার জন্য চাষাঢ়া আনন্দ বাস কাউন্টারে যাচ্ছিলেন। এ সময় এক ব্যাক্তি তার পায়ে পাড়া দিয়ে বলে চোখে দেখেন না। এ কথা বলে তার পকেটে থাকা ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যেতে চেষ্টা করে।  

পরে তার চিৎকারে রাস্তায় থাকা লোকজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানানা তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।