সোমবার (০৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন এ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। টেক্সটাইল মিল কর্তৃপক্ষ জেলা প্রশাসনের কাছে অর্থ দিয়ে পরিবারগুলোকে এ সহায়তা করবে।
২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্যাক্টরিটির পরিবেশের ছাড়পত্র ছিল না। এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের অনুমোদন নেই। আগুন প্রতিরোধ ব্যবস্থার কোনো নীতিমানা মানা হয়নি।
জেলা প্রশাসক সায়লা ফারজানা বাংলানিউজকে জানান, ইতোমধ্যে নিহত ছয় পরিবারের সঙ্গে কথা হয়েছে। নিহত পরিবারের জেলাগুলোতে ব্যাংক একাউন্ট খোলা হয়েছে। টেক্সটাইল মিল কর্তৃপক্ষ ১৮ লাখ টাকা নিহত পরিবারকে দেওয়ার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসনকে দেওয়ার প্রস্তুতি চলছে। আমরা শ্রীঘ্রই এই অর্থ পরিবারগুলোকে দিব।
এছাড়া শ্রম মন্ত্রণালয় থেকে তদন্ত কার্যক্রম শেষে নিহত শ্রমিক পরিবারগুলোকে আরো অর্থ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ