সোমবার (০৬ নভম্বের) সকালে বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের ভেতরের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আক্তার খুলনার রুপসা উপজেলার যুগিহাটি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
বাগেরহাট মডেল থানার উপ পরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, বাগেরহাটে পুলিশের পোশাক তৈরির ঠিকাদারি প্রতিষ্ঠান জাহিদ অ্যান্ড ব্রাদাসের মালিক হাসান ও তার কর্মী আক্তার হোসেন প্রতিদিনের মত কাজ শেষে একই কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে হাসান উঠে আক্তারকে ডাকাডাকি করলে না উঠায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আক্তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারেন বলে ধারণা করছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ