সোমবার (৬ নভেম্বর ) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসমি করে মামলাটি দায়ের করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, ময়নাতদন্ত রিপোর্টে চিকিসক উল্লেখ্য করেন, শিশুটিকে আঘাত করে হত্যা করা হয়েছে।
২০১৬ সালের ১৬ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শষ্যা বিশিষ্ট হাসপাতাল ও ডিসি বাংলোর মধ্যবর্তী স্থান পানি ট্যাংকির নিচ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে এসআই ফরহাদুজ্জামান। এ ঘটনায় একটি অপমৃত্য (ইউডি) মামলা করা হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
জিপি