সোমবার (৬ নভেম্বর) দুপুরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে, রোববার (৫ নভেম্বর) রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ সাবস্টেশন রোডে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল খায়ের বাংলানিউজকে জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ওই যুবককে আটক করা হয়।
সোমবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমএএএম/এসআরএস