ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বাজার তদারকিতে দুই দোকানে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
যশোরে বাজার তদারকিতে দুই দোকানে জরিমানা যশোরে বাজার তদারকিতে দুই দোকানে জরিমানা

যশোর: যশোরে বাজার তদারকিকালে দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (০৬ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ সদর উপজেলার রাজারহাট মোড়ে এ অভিযান পরিচালনা করেন।

সংস্থাটির যশোর কার্যালয় সূত্রে জানা যায়, রাজারহাট মোড়ের খালিদ কসমেটিক্সে মেয়াদোত্তীর্ণ কোকাকোলা রাখার দায়ে দোকানটির মালিক মতিয়ার রহমানকে ৫ হাজার টাকা এবং একই এলাকার মোড়ল স্টোরে মেয়াদোত্তীর্ণ শেভিং ক্রিম রাখায় প্রতিষ্ঠানটির মালিক বাবলু রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতার লক্ষ্যে সংক্রান্ত লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা ক্যাব সদস্য আব্দুর রাকিব সর্দারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।