সোমবার (০৬ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ সদর উপজেলার রাজারহাট মোড়ে এ অভিযান পরিচালনা করেন।
সংস্থাটির যশোর কার্যালয় সূত্রে জানা যায়, রাজারহাট মোড়ের খালিদ কসমেটিক্সে মেয়াদোত্তীর্ণ কোকাকোলা রাখার দায়ে দোকানটির মালিক মতিয়ার রহমানকে ৫ হাজার টাকা এবং একই এলাকার মোড়ল স্টোরে মেয়াদোত্তীর্ণ শেভিং ক্রিম রাখায় প্রতিষ্ঠানটির মালিক বাবলু রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতার লক্ষ্যে সংক্রান্ত লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা ক্যাব সদস্য আব্দুর রাকিব সর্দারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমজেএফ