ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ আটক ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের আদমজীনগর এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১১)। 

সোমবার (৬ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটকেরা হচ্ছেন-পটুয়াখালীর গলাচিপার তেতুলতলা বাজার এলাকার বাবু মিয়ার ছেলে মো. বাদল (৩৪) ও বরিশালের বাকেরগঞ্জ ডহরখোলা এলাকার শাহজাহানের ছেলে সাখাওয়াত হোসেন (৩৫)।

বিকেলে র‌্যাব-১১ এর এএসপি ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চেকপোস্ট বসিয়ে গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি বস্তায় মোট ১ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৬১০ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি মোবাইল সেট এবং মাদক বহন ও বিক্রির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি জানান, আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।