ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পৌর সদর এলাকায় একটি বহুতল ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নেববক্ত গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, পৌর সদর এলাকায় প্রবাসী মজিদ মিয়ার বাড়িতে ৫ তলা ভবনের নির্মাণ কাজ চলছিল। এ সময় আলমগীর হোসেন মেশিন দিয়ে রড কাটছিলেন। হঠাৎ ওই মেশিনের সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে গেলে তাতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি পুলিশকে না জানিয়েই মরদেহ তার বাড়ি নীলফামারীতে পাঠিয়ে দেয়া হয়।

নাঙ্গলকোট থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মো. মিজান জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।