ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চৌগাছায় পৌরসভা কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
চৌগাছায় পৌরসভা কর্মচারীদের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পাওয়ার দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন যশোরের চৌগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (০৬ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।  

কর্মসূচি চলাকালে সব ধরনের কর্মকাণ্ড স্থগিত করে যশোর পৌরসভা কার্যালয়ের মেইন গেটের বাইরে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা।

 

পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি কালিমুল্লাহ সিদ্দীক ও সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু ছাড়াও পৌরসভার সচিব গাজী আবুল কাশেম, শাহিনুর রহমান, নজরুল ইসলাম, সেলিম রেজা, তফিজুর রহমান, তামিম হাসান, শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম, মেহবুব হুসাইন, আবু সাইদ, মাসুদ আহমেদ, শেখ মো. আলমগীর, আক্তারুজ্জামান, আ. রাজ্জাক, বাবুল আক্তার, সুলতান মাহমুদ, শাহাবুল আলম, ইব্রাহিম খলিল, সাদিয়া পারভীন, শাহাবুদ্দীন, মিলন বিশ্বাস ,হায়দার আলী, মহিদুল ইসলাম, ইউছুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
ইউজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।