ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় দেলোয়ার হোসেন হৃদয় নামে এক মাদ্রাসা ছাত্রকে হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৬ নম্বেবর) বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-শহরের পূর্ব মেড্ডার এলাকার সিরাজুল ইসলামের ছেলে তাসনিম ইসলাম রিফাত, একই এলাকার জজ মিয়ার ছেলে স্বপন (১৮) ও কবির (১৯)।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রথমে রিফাতকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নজরুল ইসলাম সেতুর কাছ থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী স্বপন ও কবিরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, রোববার (০৫ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের পূর্ব মেড্ডা এলাকার মাজেদ আলীর ছেলে ছিব্বাতুল্লার নেতৃত্বে কয়েকজন যুবক হৃদয়কে বাড়ি থেকে পাশের স্কুলের সামনে ডেকে নিয়ে যান। পরে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে ছিব্বাতুল্লা ছুরি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করেন। এসময় ঠেকাতে গেলে রাহাত ও জুনায়েদ নামে স্থানীয় দু’জনকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
 

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।