ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটা পৌর কর্মচারীদের কর্মবিরতি পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
পাথরঘাটা পৌর কর্মচারীদের কর্মবিরতি পালন কর্মবিরতি-ছবি-বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বেতন ভাতার দাবিতে বরগুনার পাথরঘাটায় অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন পাথরঘাটা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর ভবনের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।  

সরকারের রাজস্ব খাত থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।

 

সমাবেশে বক্তব্য দেন-পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের পাথরঘাটা উপজেলা সভাপতি মুহাম্মাদ জসীমুদ্দীন খান, সম্পাদক বিপ্লব কুমার রায়, যুগ্ম সম্পাদক মো. ফরিদ আহমেদ, প্রচার সম্পাদক মো. আবু মুসা প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সরকারের রাজস্ব খাত থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদানের দাবি জানান তারা।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।