একই সঙ্গে ইউনেস্কো স্বীকৃতির বিষয়ে উদ্যোক্তা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘বজ্রকণ্ঠ’ অনুষ্ঠানের সাথে যুক্তদের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে সোমবার (০৬ নভেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে তথ্যসচিব মরতুজা আহমদ এই সভা পরিচালনা করেন।
গত ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এর ফলে এ ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো’র মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রারে নিবন্ধিত হয়েছে। সেখানে এটাই প্রথম কোন বাংলাদেশি দলিল, যা আনুষ্ঠানিক ও স্থায়ীভাবে সংরক্ষিত হবে। অব দ্য ওয়ার্ল্ড-এ বর্তমানে ডকুমেন্ট ও সংগ্রহ দাঁড়িয়েছে ৪২৭টি।
এই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তথ্য মন্ত্রণালয়ের সভায় জাতির পিতার ঐতিহাসিক এ ভাষণটির তাৎপর্য দেশে-বিদেশে তুলে ধরার জন্য নানামুখী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বেতার ও টেলিভিশনে আলোচনা সভাসহ সৃষ্টিশীল ও প্রামাণ্য অনুষ্ঠান সম্প্রচারের বিষয়েও আলোচনা হয়েছে।
রাষ্ট্রীয়ভাবে ৭ মার্চের ভাষণকে ত্রি-মাত্রিক চলচ্চিত্রে রূপদান, পুস্তক ও পোস্টার প্রকাশের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কাজ করবে।
জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে ৭ মার্চের ভাষণের ওপর জেলাভিত্তিক আলোচনা ও শিশু-কিশোরদের কুইজ প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনের জন্য গণযোগাযোগ অধিদপ্তর এবং নিবন্ধ, স্মৃতিচারণমূলক লেখা, কবিতা ও গল্প প্রকাশের জন্য তথ্য অধিদফতর ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) অগ্রণী ভূমিকা গ্রহণের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়।
প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিটিভির মহাপরিচালক এস, এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মনজুরুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জাকির হোসেন, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমআইএইচ/আরআই