ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
মাগুরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি মাগুরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

মাগুরা: রাজস্ব খাত থেকে বেতন-ভাতার দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে মাগুরা পৌরসভার তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

সোমবার (০৬ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত  বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন মাগুরা শাখার নেতাকর্মীরা পৌর সভার প্রধান গেটে অবস্থান নিয়ে এ প্রতিবাদ সমাবেশ করেন।

সংগঠনের সভাপতি মোল্লা আলমগীর হোসেনের সভাপতিত্বে সংগঠনের পক্ষে নানা দাবি তুলে ধরেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মোল্লা।

এসময় রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা, পেনশন সুবিধা ও পৌরসভার বকেয়া বেতন পরিশোধ করার দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।