ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুর পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
মধুপুর পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি  কর্মবিরতি-ছবি-বাংলানিউজ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।

সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রাপ্তির দাবি সংক্রান্ত অব্যাহত আন্দোলনের অংশ হিসেবে তারা অভিন্ন এ কর্মসূচি পালন করেন।

 

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ডাকে কর্মসূচি পালনকালে পৌর মেয়র মাসুদ পারভেজ উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেছেন।  

অবস্থান ধর্মঘট চলাকালে সহকারী প্রকৌশলী হারুন অর রশীদ, উপ-সহকারী  প্রকৌশলী (সিভিল) ছানাউল্লাহ, সিভিল খন্দকার আব্দুল আলীম, ইলেকট্রিক মিজানুর রহমান, আইয়ুব আলী, আলীম আল রাজী, শাহীন প্রমুখ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।