ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল পান্না ও তন্নী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল পান্না ও তন্নী

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুলছাত্রী পান্না খানম ও তন্নী খানম।

সোমবার (৬ নভেম্বর) কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পুরুলিয়া গ্রামের মো. সিরাজ মিয়ার মেয়ে তন্নী খানমের সঙ্গে পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অমৃত নগরের এক যুবকের বিয়ে হওয়ার কথা ছিল। মেয়েটি স্থানীয় করফা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

অন্যদিকে, একই দিন উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মো. আবুল হোসেন মোল্লার মেয়ে স্থানীয় তিলছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পান্না খানমের সঙ্গে পুলিশ সদস্য পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের মো. শফিকুল ইসলামের বিয়ে হওয়ার কথা ছিল।  

খবর পেয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মাঈন উদ্দিন তাদের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এসময় তিনি দুই ছাত্রীর অভিভাবকদের কাছ থেকে বাল্য বিয়ে না দেওয়ার মুচেলেকা নেন।  

এ এস এম মাঈন উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।