ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সওজ কর্মচারীদের কর্মবিরতি ২য় দিনে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
ধামরাইয়ে সওজ কর্মচারীদের কর্মবিরতি ২য় দিনে ধামরাইয়ে সওজ কর্মচারীদের কর্মবিরতি ২য় দিনে

ধামরাই (ঢাকা): ৭ দফা দাবিতে সড়ক ও জনপদ বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে।  

রোববার (০৫ নভেম্বর) সকাল থেকে মানিকগঞ্জ সড়ক বিভাগে ধামরাইয়ের নয়ারহাট উপ-সড়ক ও জনপদ বিভাগের (সওজ) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা ৩ ঘণ্টা করে কর্মবিরতি পালন শুরু করে। সোমবারও (০৬ নভেম্বর) দ্বিতীয় দিনের মত চলছে কর্মবিরতি।

একইভাবে ৯ নভেম্বর পযর্ন্ত চলবে এ কর্মবিরতি।
 
ধামরাইয়ে নয়ারহাট সড়ক ও জনপদ অফিসের সামনে ব্যানার টাঙিয়ে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করেন তারা।
 
এসময় ধামরাই নয়ারহাট অফিসের কর্মকর্তা মিজানুর রহমান মিন্টুর সভাপতিতে বক্তব্য রাখেন-সওজ কর্মকর্তা আলম মিয়া, হাবিবুর রহমান, শাজাহান মিয়া, আব্দুল আজিজ, শামসুল আলম, গোলাম মহিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।