ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে জলাবদ্ধতা নিরসনে দখলমুক্ত অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
নাটোরে জলাবদ্ধতা নিরসনে দখলমুক্ত অভিযান শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোর শহরের জলাবদ্ধতা নিরসনে চিতলগাড়ী খাল ও জলা অবৈধ দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে পৌরসভা।

সোমবার (০৬ নভেম্বর) বেলা ১১টায় জলবায়ু ট্রাস্টের অর্থায়নে অভিযানের প্রথম দিন চিতলগাড়ি জলার অবৈধ দখলে থাকা দু’পাশ উচ্ছেদ করে ড্রেন নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শাহিনা খাতুন এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় নাটোর পৌর মেয়র উমা চৌধুরি জলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্র লেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরুজ্জামান ভুঁঞাসহ প্রশাসন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র উমা চৌধুরী বাংলানিউজকে জানান, জলবায়ু ট্রাস্টের আওতায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে শহরের আলাইপুর থেকে নারদ নদ পর্যন্ত আধা কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে। অবৈধ দখলমুক্তসহ ড্রেনেজ ব্যবস্থা তৈরি হলে নাটোর পৌরসভার আলাইপুর, পিলখানাসহ অন্তত ৬ থেকে ৮টি মহল্লা জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে।

তিনি আরও জানান, চিতলগাড়ী খালটি অবৈধভাবে দখল করায় শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল। ফলে ওই ৮ মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সবার সহযোগিতা পেলে এনএস সরকারী কলেজ সংলগ্ন পানাউল্লা খাল, ভুষিখালী জলাসহ দখল হয়ে যাওয়া শহরের সবকটি খাল, জলা ও ড্রেন মুক্ত করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।