ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সচিবালয়ের এও এবং পিও’দের নবম গ্রেডের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
সচিবালয়ের এও এবং পিও’দের নবম গ্রেডের দাবি

ঢাকা: সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তারা (পিও) তাদের বেতন স্কেল দশম গ্রেড হতে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার্স অ্যাসোসিয়েশনের লিয়াজো কমিটি এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের জরুরি প্রতিনিধি সভায় এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা সংগঠনের মহাসচিব ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতা গোলাপ মিয়া পরিচালনা করেন।

সভায় প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব-১ ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব ভাইরুল ইসলাম আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর মাধ্যমে এও-পিওদের বেতন স্কেল নবম গ্রেডে উন্নীতকরণের আশ্বাস দেন বলে জানান গোলাপ মিয়া।

তিনি বলেন, এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২০ ডিসেম্বরের পর তীব্র আন্দোলন ঘোষণা করা হবে।

সভায় পিও সমিতির নেতা আনিছুল হক, সচিবালয় হিসাব রক্ষণ কর্মকর্তা সমিতির সভাপতি নীলুফার আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।