সোমবার (০৬ নভেম্বর) বিকেলে ফাইনাল খেলায় কুড়িগ্রাম সদর থানা দল ৪৬-১২ পয়েন্টে নাগেশ্বরী থানা দলকে পরাজিত করে বিজয়ী হয়। বিজয়ী দলের হারুন সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে কাবাডী প্রতিযোগীতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মো. মেহেদুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার রিপন কুমার মোদক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আব্দুস সোবহান, ওসি-তদন্ত রওশন আলী, ওয়াজ নবী, তাপস দাস মনা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এফইএস/আরআইএস/