ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হাবিপ্রবিতে ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
হাবিপ্রবিতে ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এক ভুয়া পরীক্ষার্থীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৬ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান আল ইমরান এ আদেশ দেন।  

দণ্ডপ্রাপ্ত শাহরিয়ার কৌশিক (২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র।

তিনি শরিয়তপুর জেলার বাসিন্দা।  

হাবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. মো খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভুয়া পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।  

হাবিপ্রবিতে ২০১৮ শিক্ষাবর্ষে ১ হাজার ৯৯৫ আসনের বিপরীতে ১ লাখ ১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।