সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়। হুমায়ন কবির উপজেলার রাজাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওগাঁ সদর থানার বাইপাস রোড থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭
আরএ