ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় বেকারি ও মুদি দোকানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
নেত্রকোনায় বেকারি ও মুদি দোকানকে জরিমানা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ

নেত্রকোনা: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোর্ত্তীণ পণ্য রাখার দায়ে নেত্রকোনায় একটি বেকারি ও একটি মুদি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ অদালত।

সোমবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা সদরের চল্লিশা বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন এ অর্থ দণ্ড দেন।

এসময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে বেকারির মালিক মো. মুখলেছুর রহমানকে ১০ হাজার টাকা এবং মেয়াদোর্ত্তীণ পণ্য রাখার দায়ে মুদি দোকানের মালিক মো. শাহ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।