ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ২ জৈব সার কারখানা সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
সৈয়দপুরে ২ জৈব সার কারখানা সিলগালা

নীলফামারী: নকল সার তৈরি করার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরের বিসিক শিল্প নগরীতে দুইটি জৈব সার কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিসিক শিল্প নগরীতে হামিদুল ইসলামের মালিকাধীন গ্রীন জৈব সার কারখানা ও আনিছুল হক চৌধুরীর মালিকাধীন অপূর্ব জৈব সার কারখানায় দীর্ঘদিন ধরে নকল জৈব সার তৈরি করে কৃষকদের প্রতারিত করে আসছিল।

এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদ সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডলকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। উপস্থিতি টের পেয়ে কারখানা দু’টির মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। এসময় কারখানার ভেতরে থাকা সার তৈরির মেশিনপত্র ও উপকরণসহ
কারখানা সিলগালা করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডল।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।