ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে এক কেজি গাঁজা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
নাটোরে এক কেজি গাঁজা জব্দ

নাটোর: নাটোরে ময়না বেগম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে এক কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তবে এসময় ময়না বেগম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তিনি ওই গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী।

সোমবার (০৬ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার পশ্চিম হাগুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে এ গাঁজা জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. আলমগীর পাশা এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়না বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তাদের কাছে খবর আসে পশ্চিম হাগুড়িয়া গ্রামে ময়নার বাড়িতে গাঁজা কেনাবেচা হচ্ছে। পরে সন্ধ্যার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে ময়না পালিয়ে গেলে তার বাড়ি তল্লাশি করে এক কেজি শুকনা গাঁজা জব্দ করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।