সোমবার (০৬ নভেম্বর) দুপুরে ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোজাম্মেল ওই ইউনিয়নের জয়পাশা গ্রামের আবুল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. শরিফুল হক সুমন বাংলানিউজকে জানান, ইউপি সদস্য মোজাম্মেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
টিএ