ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ২ দিনে গ্রেফতার ৬০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
কালিয়াকৈরে ২ দিনে গ্রেফতার ৬০

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে দুই দিনে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৬০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৫ নভেম্বর) ও সোমবার (০৬ নভেম্বর) অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন- বাবুল হোসেন, নাঈম, রকি, আসাদ, মোস্তফা, সম্রাট, হযরত আলী, শিল্পি, হালিম মিয়া, মাসুম, আ. আউয়াল, দিপংক বর্মন, নিপুন বর্মন, অজিত বর্মন, তপু, জসিম, রাজিব কুমার রায়, মণ্ডল লুৎফর রহমান, কিরন, দীপক, রফিকুল ইসলাম, দীপন, শামছুল হক, ফারুক, দেলোয়ার, আজিজুল হক, চম্পা, হানিফ, আজিজ, জামির, সেলিম, রাম, শামছু, হযরত, জয়নাল, মাসুম, আনজাবিন, দেলোয়ার, ফারুক, অপরুপা, রিয়াজ, লাবিব, শংকর, জসিম, আমীর, হানিফ, রমজান, মালেক, সালমা, হুমায়ুন, ওফাজ, আশরাফুল সামুন মজিদ, ইকবাল, সাদ্দাম, লালন, রফিকুল, বৃষ্টি ও সম্রাট।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭     
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।